Banner Top

বঙ্গে চলবে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন

                                                                          দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ  গুয়াহাটি-কলকাতা রুটে চলবে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার ট্রেন’। যা ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। বছরের প্রথম দিন, বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্ভবত জানুয়ারির ১৮-১৯ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। তবে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে খুব শীঘ্রই দিনটি জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। রেলমন্ত্রী বলেন, সম্প্রতি কোটা-নাগদা সেকশনে এই ট্রেনের ফাইনাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। ট্রায়াল রানে ১৮০ কিলোমিটার গতিবেগে ছোটানো হয়েছিল ট্রেনটিকে। একাধিক সফল ট্রায়াল ও প্রয়োজনীয় পরীক্ষা ও সার্টিফিকেসন সম্পন্ন হওয়ার পরই বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের জন্য চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন পরিষেবা চালু হলে উত্তর-পূর্ব ভারত ও কলকাতার মধ্যে ট্রেন যাত্রা আরও দ্রুত, আরামদায়ক এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে অশ্বিনী বৈষ্ণব জানান, বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম প্রস্তাবিত রুট হিসেবে গুয়াহাটি-কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে। রাতের যাত্রার ক্ষেত্রে এই ট্রেন যাত্রীদের বিশ্বমানের সুযোগ-সুবিধা, উন্নত সুরক্ষা ব্যবস্থা এবং আধুনিক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে বলে তিনি জানান। রেল মন্ত্রক সূত্রে জানা যায়, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬ টি কোচ থাকবে। এর মধ্যে ১১ টি থ্রি-টিয়ার এসি, ৪টি টু-টিয়ার এসি এবং ১ টি ফার্স্ট এসি কোচ অন্তর্ভুক্ত। এই ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। থ্রি-টিয়ার এসিতে ৬১১ জন, টু-টিয়ার এসিতে ১৮৮ জন এবং ফার্স্ট এসিতে ২৪ জন যাত্রীর জন্য বসার আসন ও শোয়ার ব্যবস্থা থাকবে। ভাড়ার ক্ষেত্রেও বড়সড় চমক রয়েছে। জানা গেছে থ্রি-টিয়ার এসিতে খাবার সহ ভাড়া হতে পারে প্রায় ২,৩০০ টাকা, টু-টিয়ার এসির ভাড়া প্রায় ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসির ভাড়া অনুমানিক ৩,৬০০ টাকা হতে পারে। যাত্রীদের আরাম ও সুবিধার কথা মাথায় রেখে বন্দে ভারত স্লিপার ট্রেনের নকশা তৈরি করা হয়েছে। ট্রেনে থাকছে উন্নত কুশনযুক্ত আরামদায়ক বার্থ। এছাড়াও রয়েছে স্বয়ংক্রিয় দরজা ও ভেস্টিবিউল উন্নত সাসপেনশন ব্যবস্থা, সম্পূর্ণ সেন্সর চালিত লাইটিং, উন্নত বায়ো ভ্যাকুয়াম টয়লেট এবং নয়েজ রিডাকশন প্রযুক্তি যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে। যাত্রী সুরক্ষায় প্রতিটি কোচে থাকছে সিসিটিভি ক্যামেরা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াও ট্রেনের মধ্যে আরও একাধিক সুযোগ-সুবিধা রয়েছে। নিরাপত্তার জন্য থাকছে অ্যান্টি কলিশন সিস্টেম এবং জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য টক ব্যাক পরিষেবা। পাশাপাশি কোচগুলিতে উন্নত জীবাণু নাশক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে। চালকের কেবিনে থাকছে অত্যাধুনিক কন্ট্রোল ও সুরক্ষা ব্যবস্থা। পাশাপাশি খাবারের মেনুতে থাকবে রাজকীয় স্বাদ, যেখানে স্থানীয় সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যাবে। সবটা টিকিটের সঙ্গেই বুক করা যাবে। এছাড়াও বর্তমান ট্রেনগুলোর তুলনায় এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছাবে বলে রেল সূত্রে খবর।
বঙ্গে চলবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন
User Review
98% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment