বক্সার জঙ্গলে চিতল হরিণ ছাড়ল
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বক্সার জঙ্গলে বাঘের খাদ্য ভান্ডার বাড়াতে ছাড়া হল ১০৪টি চিতল হরিণ। প্রসঙ্গত এই বিষয় জানা গেছে বীরভূমের অভয় অরণ্য থেকে আনা হয়েছে চিতল হরিণ গুলি। যেগুলি ছাড়া হয়েছে বক্সার জঙ্গলে। মূল উদ্দেশ্য বাঘের খাদ্য ভান্ডার বৃদ্ধি করা। এই নিয়ে ধাপে ধাপে বিগত তিন বছরে অনেকগুলি চিতল হরিণ ছাড়া হলো বক্সার জঙ্গলে। এবারে বীরভূমের অভয় অরণ্য থেকে ১০৪ টি তোলা হরিণ নিয়ে আসা হয়। যেগুলি কন্টেনারে করে নির্দিষ্ট নেটিং পদ্ধতিতে ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। উল্লেখ্য ধাপে ধাপে চিতল হরিণ ছাড়া হয় বক্সার জঙ্গলে।
বক্সার জঙ্গলে চিতল হরিণ ছাড়ল
0%








