বইমেলায় অগ্রণী পদক্ষেপ গ্রহণ হেলেঞ্চা কলেজের
দাবদাহ লাইভ, বনগাঁ, শুভদীপ রায়ঃ এই প্রথম উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত হেলেঞ্চায় আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে বইমেলা ২০২২। সম্পূর্ণ তত্ত্বাবধায়ন এবং এই উদ্যোগের দায়িত্ব নিয়েছে ড. বি. আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলাদেশের বিশিষ্ট গুণীজন তথা তিন বাংলায় আলোচিত এবং জনপ্রিয় ৮০-র দশকের অন্যতম কবি এবং মিডিয়া ব্যক্তিত্ব শাহীন রেজা মহাশয়। স্থানীয় লিটিল ম্যাগাজিন, নির্ধারিত প্রকাশনার বই এবং পত্রপত্রিকার সম্ভার নিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা প্রাঙ্গণ বইপ্রেমীদের মিলন মেলায় পরিণত হবে বলে উদ্যোক্তারা আশা ব্যক্ত করেছেন। প্রথমবারের বইমেলা নিয়ে স্থানীয় বাসিন্দাদের গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে নানা মাধ্যমে।








