Banner Top

বইপ্রেমীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রোর ঘোষণা 

                                                       দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  প্রতি বছরের ন্যায় এ বছরও সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হল ‘কলকাতা বইমেলা’। বৃহস্পতিবার তার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওই মেলায় যেমন বিপুল সংখ্যক বইয়ের দোকান খুলে বসেন দোকানীরা। তেমনি সাধারণ মানুষের পাশাপাশি, বিপুল সংখ্যক বইপ্রেমীরা ওই মেলায় উপস্থিত হন বই পড়া ও সংগ্রহের উদ্দেশ্যে। সেইসব বইপ্রেমীদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি মারফত মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বইমেলায় আসা বইপ্রেমীদের সুবিধার্থে আগামী ১ ফেব্রুয়ারি রবিবার ব্লু লাইনে অতিরিক্ত ৩০টি মেট্রো চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ। অর্থাৎ ১৩০টি-র পরিবর্তে ১৬০টি মেট্রো চালানো হবে। প্রতি রবিবারের ন্যায় ওইদিন দক্ষিণেশ্বর, শহীদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে সকাল ৯টায় পরিষেবা শুরু হবে। তবে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাতের শেষ মেট্রোর সময়ের পরিবর্তন করা হয়েছে। জানানো হয়েছে, ওইদিন রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। তবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ পরিষেবার কোনও বদল করা হয়নি। জানা যায়, ২৩ জানুয়ারী শুক্রবার ব্লু ও ইয়োলো লাইনে কম মেট্রো চলবে। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ২৭২ টি মেট্রোর পরিবর্তে ১১৮টি করে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৩৬টি মেট্রো চলবে। তবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দুটি বিশেষ আপ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জানা গেছে, এদিন শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে ৬টা ৫৪ মিনিটে ছাড়বে। কিন্তু মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম ও নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার মেট্রোর সময় সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। তবে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রোটি রাত ৯টা ৩৫ মিনিট এর পরিবর্তে রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে। এদিন ব্লু লাইনের পাশাপাশি ইয়োলো লাইনেও মেট্রো সংখ্যা কমানো হয়েছে। ১২০ টি মেট্রোর বদলে আপ ও ডাউন মিলিয়ে মোট ৯২ টি মেট্রো চালানো হবে। এই লাইনে সকালে প্রথম মেট্রো চালানোর সময় সূচির কোনও পরিবর্তন করা হয়নি। তবে রাতে শেষ মেট্রোর ক্ষেত্রে সময় সূচি বদল করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার শেষ মেট্রো রাত ৮টা ৫৮ মিনিটে ছাড়বে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া যাওয়ার শেষ মেট্রো ৯টা ১৮ মিনিটে ছাড়বে। অরেঞ্জ ও পার্পেল লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
বইপ্রেমীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রোর ঘোষণা 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment