প্লাটিনাম জয়ন্তীর কেতন ওড়ালো অশোকনগর সুহৃদ সংঘ
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।”- এই আপ্তবাক্যকে পাথেয় করেই পথচলা শুরু করেছিল জনকল্যাণমুখী ক্লাব -সংগঠন কল্যাণগড় সুহৃদ সংঘ । এ বছর ৭৫ তম জন্মজয়ন্তীকে সামনে রেখে তাঁরা গত ২১ জানুয়ারি থেকে বছরভর রকমারি সামাজিক কর্মসূচি গ্রহণ করে চলেছে । ক্লাবের এই প্লাটিনাম জয়ন্তীর প্রায় শেষ লগ্নে মহতী দুর্গোৎসবকে সামনে রেখে ক্লাব কর্তৃপক্ষ এলাকার দুঃস্থ শিশুদের নিজ পছন্দের পোশাক তুলে দেওয়ার পাশাপাশি ভুরিভোজ সহ নান্দনিক আড্ডারও ব্যবস্থা করে। এর পূর্বে কোভিড সময়কাল থেকে অদ্যাবধি এই ক্লাব সমাজে পিছিয়ে পড়া মানুষজনের হাতে বিনামূল্যে ঔষধও প্রদান করে । এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের এ বছরের মাতৃ বন্দনার আনুপূর্বিক বিবরণ তুলে ধরলেন পুজো কমিটির সম্পাদক বাপ্পা দাস । তিনি জানান, “এবার আমাদের মাতৃ বন্দনার থিম থাকছে কোমল গান্ধার ও রাগেশ্রী দুর্গা। আগামী ৬ অক্টোবর দুর্গোৎসবে শুভারম্ভ হবে । সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। সুস্থ-সংস্কৃতি ও সমাজ গঠনে আমাদের এই অভিযান জারি থাকবে।” সাংবাদিক সম্মেলনে বিশিষ্টব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ননীগোপাল ভট্টাচার্য, বীরেন দাস, দুলাল রাহা, সুনুপম দাস ও প্রবীণ নাথ সহ অন্যান্যরা । সার্থকনামা ক্লাবের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন এলাকার ওয়াকিবহালমহল । সকলেই এক বাক্যে স্বীকার করলেন সমাজে এ ধরনের মাঙ্গলিক প্রয়াস যত বৃদ্ধি পাবে ততই সমাজের মঙ্গল । পুজোর উপহার পেয়ে শিশুরাও একগাল হাসি নিয়ে বাড়ি ফিরল ।

















