প্রার্থী ঘোষণার আগেই এলাকায় ক্ষোভ
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি ভারতীয় জনতা পার্টি। তবে শোনা যাচ্ছে এই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা না হলেও আজ তমলুক লোকসভা কেন্দ্রে আসছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে আসার আগেই এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোষ্টার পড়ল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। আর এই নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে এলাকায় বিজেপি জেলা কার্যালয়ের সামনে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টারে লেখা আছে অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে, জবাব চাইছে মানুষ জবাব দাও? পোষ্টার প্রচারে তাম্রলিপ্ত পৌরসভার ১০ নম্বরের কাউন্সিলর পার্থসারথি মাইতি।

















