প্রাথমিক বিদ্যালয়ে ব্রতচারী ও ম্যাজিক প্রদর্শনী
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ হুগলি জেলার তারকেশ্বর পৌরসভার বকুলতলার এলাকায় সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের উদ্দ্যোগে ব্রতচারী ও ম্যাজিক প্রদর্শনীত হয়। প্রধান শিক্ষক বিকাশ কুমার শী জানান, করোনা উত্তর স্কুলে পড়ুয়ারা প্রাণ খুঁজে না পাওয়ায় এই উদ্দ্যোগ। বাচ্চারা হাসি-খুশি থাকতে ও আনন্দে মেতে উঠতে পারছিলো না। তাই ব্রতচারী ও ম্যাজিক প্রদর্শনী। গানে-আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আশাবাদী আবার প্রাণ ফিরে পাবে। এদিন উপস্থিত ছিলেন তারকেশ্বরে মিনি মিউজিয়ামের সুপারম্যান সুধীর সরকার, শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকগণ।
নিউজ এক ঝলকে
দাবদাহ লাইভ শিরোনাম
খবর এক নজরেঃ
January 22, 2026
|
No Comments
January 20, 2026
January 20, 2026
January 19, 2026
January 18, 2026
70%













