Banner Top

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জাল ভিডিও  সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধৃত এক

                                                                     দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ এ আই প্রযুক্তিকে ব্যবহার করে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে অডিও ভিডিও ক্লিপ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি বিহারের মুজাফফরপুর জেলার বচাহা ব্লকের মথিহানি থানা এলাকায় ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে,  মথিহানি থানার অন্তর্গত ভগবানপুর এলাকার বাসিন্দা, প্রমোদ কুমার রাজ নামে এক ব্যাক্তি ‘এ আই’ প্রযুক্তি মারফত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র নাম, ছবি এবং কণ্ঠস্বর-কে ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। বিষয়টি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজরে আসতেই গুঞ্জন শুরু হয়। বিষয়টি পুলিশের নজরে আসতেই একটি বিশেষ টিম গঠন করে অভিযান চালিয়ে প্রমোদ কুমার রাজকে গ্রেফতার করার পাশাপাশি, তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই এ আই মারফত কন্টেন্ট তৈরির মূল লক্ষ্য ছিল জনসাধারণকে বিভ্রান্ত করা, দেশের সর্বোচ্চ সংবিধানিক পদের মর্যাদা ও বিশ্বাস নষ্ট করা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিশ্বাস তৈরির পাশাপাশি, সামাজিক ঐক্য ও আইন শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলা।’ পুলিশ এও জানায়, ‘বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন না- এমন মানুষ খুব কমই আছে। স্বভাবতই এই ধরনের জাল তথ্য পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। ফলে মানুষের মধ্যে দেশবিরোধী মনোভাব ও সামাজিক অস্থিরতা তৈরি হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবার বিপুল সম্ভাবনা থাকে।’ এহেন কান্ডে ধৃতের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, ধৃত পূর্বে কোনোরূপ অপরাধ মূলক কাজের সাথে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জাল ভিডিও  সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধৃত এক
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment