Banner Top

তীব্র প্রতিবাদের মাঝে উদ্বোধন হলো দূর্গাপুজোর অনলাইন পোর্টাল

                                                                                                                                                                                                                                             দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ  আরজি কর কান্ডে সুবিচারের দাবিতে যখন তোলপাড় গোটা রাজ্য তথা দেশ। তখন অন্য মেজাজে দেখা গেল প্রশাসন মন্ডলীকে। মঙ্গলবার উদ্বোধন হয় ২০২৪ এর দূর্গাপূজোর অনলাইন পোর্টাল। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের এক প্রেক্ষাগৃহ থেকে এমনই দৃশ্য ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। আরজি কর হাসপাতালে চিকিৎসকের নির্মম হত্যাকান্ডের জেরে কর্মবিরতিতে রয়েছে জুনিয়র চিকিৎসকরা। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী চিকিৎসক সহ সর্ব স্তরের মানুষরা পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছে গোটা দেশ জুড়ে। এর জেরে বেশ কিছু পূজো কমিটি মুখ্যমন্ত্রীর অনুদানকে প্রত্যাখ্যান করেছে। সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের কর্মে যোগদানের বিষয়ে একাধিক গাইডলাইন দেওয়া হয়। আর সুপ্রিম কোর্টের শুনানির পরেই উৎসবে ফেরার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনড়। মুখ্যমন্ত্রীর মুখে উৎসব মুখী হবার কথা শোনার পরই, মঙ্গলবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর ‘সুকান্ত সদন পেক্ষাগৃহে’ উদ্বোধন হয় ২০২৪ এর দূর্গাপুজো উপলক্ষে ‘আসান’ নামক অনলাইন পোর্টাল। ওই নতুন পোর্টালের উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া। এছাড়াও দুর্গা পুজোকে ঘিরে একাধিক গাইডলাইন ও পুজো কমিটিগুলির সাথে সমন্বয় বৈঠক করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শীর্ষ পদাধিকারীরা। এদিনের অনুষ্ঠানে নগরপাল ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপ নগরপাল সদর অতুল বিশ্ব নাথান, উপ নগরপাল উত্তর গণেশ বিশ্বাস, উপ নগরপাল বিশেষ বিভাগ জয় টুডু, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস সহ দমকল, পরিবেশ, রাজ্য বিদ্যুৎ পর্ষদ,  সিইএসসি, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন পোর্টাল উদ্বোধন প্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল অলোক রাজোরিয়া বলেন, হাতে গোনা কটা দিন বাদেই পূজো শুরু হবে। তাই মিটিংটা আগে সেরে ফেলা হল।পূজো যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়, তাই সবদিক খতিয়ে দেখা হছে। নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হবে বলে জানান তিনি।
তীব্র প্রতিবাদের মাঝে উদ্বোধন হলো দূর্গাপুজোর অনলাইন পোর্টাল
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment