প্রজ্ঞাভারতীর উপার্জনমুখী সেমিনার
দাবদাহ লাইভ, অনন্ত চক্রবর্তীঃ প্রজ্ঞাভারতী মহাবিদ্যালয়-এর পরিচালনায় আজ ১১ ফেব্রুয়ারি শেওড়াফুলি সত্যজিৎ রায় ভবনে উপার্জনমুখী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান এবং সমাজের প্রতিষ্ঠালাভ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের জেলা সমবায় উন্নয়ন আধিকারিক, পশ্চিমবঙ্গ সরকারের কুটির ও ক্ষুদ্র শিল্প দপ্তরের জেলা শিল্প কেন্দ্রের শিল্প উন্নয়ন আধিকারিক, ভারতীয় স্টেট ব্যাংকের প্রতিনিধি, অধ্যাপক তাপস গাঙ্গুলী, শিক্ষাবিদ কৃষ্ণচন্দ্র ভর সহ অন্যান্যরা। প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়ে এসে উপার্জনমুখী শিক্ষা এবং উপার্জনমুখী শিক্ষার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা ও স্বনির্ভর কর্মসংস্থানের জন্য প্রজ্ঞাভারতীর এই কর্মসূচি নতুন একটা দিগন্ত সৃষ্টি করতে চলেছে বলে মহাবিদ্যালয়ের সচিব সভ্যসাচি মুখার্জি জানান। শিক্ষার্থী সহ বহু মানুষের উপস্থিতি ও উৎসাহ- উদ্দীপনা সেমিনারে মাত্রা দান করে বলে জানা যায়।

















