পৌরসভা কর্মীদের এবার সিবিআই তলব
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরুপ চক্রবর্তীঃ পৌর নিয়োগ দুর্নীতিতে এবার কর্মরতদের তলব করল সিবিআই। কামারহাটি পৌরসভার ১৮ জন চাকরি জীবিকে তলব করলো সিবিআই। আগামী ৩১ তারিখ থেকে তাদের ডেকে পাঠানো হয়েছে সিবিআই এর অফিসে। ২০১৪ সালের পর থেকে কামারহাটি পৌরসভায় যে সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ হয়েছে তাদের মধ্য থেকেই ১৮ জনকে ডেকে পাঠানো হয়েছে। তারা টাকার বিনিময় পৌরসভায় চাকরি পেয়েছেন কিনা, টাকা দিয়ে থাকলে সেই টাকার পরিমানই বা কত, এবং কাকে টাকা দিয়েছেন – এই সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। মূলত ২০১৪ সাল থেকেই অয়ন শীলের সংস্থার মাধ্যমে বিভিন্ন পৌরসভায় চাকরিপ্রার্থীদের নিয়োগ হয়। এবং মনে করা হচ্ছে সেই কারণেই ২০১৪ সাল থেকে নিয়োগ হওয়া চাকরিপ্রার্থীদেরকে ডাকা হয়েছে। এই বিষয় কামারহাটি পৌরসভা পৌরপ্রধান গোপাল সাহা বলেন, যে ১৮ জনকে ডেকে পাঠানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চললে এরকম সমস্ত পৌরসভাতেই ডেকে পাঠানো হবে। তদন্তের ক্ষেত্রে তদন্তকারী আধিকারিকদের সবরকম সহায়তার জন্য সবসময় প্রস্তুত কামারহাটি পৌরসভা।













