পৌরপিতার উদ্যোগে মাতৃদিবসে অনুষ্ঠান বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ কুমার ঘোষালঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত স্টুডেন্টস গ্রুপের পরিচালনায় সম্প্রতি মাতৃদিবস উপলক্ষ্যে এক রক্তদান শিবিরে শিশুদের বসে আঁকা প্রতিযোগিতা সহ মা-য়েদের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ অনুষ্ঠানে পুরষ্কৃত করা হয়। এই অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা স্থানীয় পৌরপিতা দেবব্রত পাল বলে জানা যায়। মায়েদের এ-হেন বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ বারাসাতে প্রথম; ফলে, এলাকায় অন্য মাত্রা এনে দিয়েছে বলে জানা যায়।
নিউজ এক ঝলকে
পৌরপিতার উদ্যোগে মাতৃদিবসে অনুষ্ঠান বারাসাতে
88%

















