পেন ও পেনসিল সহযোগে দূর্গা প্রতিমার হদিস
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সামনেই অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজা। দূর্গাপূজা মানেই বাঙালির মাছে, ভাতে উৎসব। আর দূর্গাপূজাকে সামনে রেখে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ, যিনি জী বাংলা, দাদাগিরি ও দিদি নাম্বার ওয়ান সহ রান্নাঘর খ্যাত এবং অসহায় এিশ থেকে চল্লিশটি বাচ্চা ও দু:স্থ গরীব মানুষের মা হিসেবে সকলের কাছে পরিচিত, তিনি হলেন পাপিয়া কর। যিনি নিজের হাতেই কুড়ি থেকে এিশ হাজার কালি ফুরোনো পেন ও পেনসিল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে তুলেছেন একটি দূর্গাপ্রতিমা। এবারে, এই দূর্গা প্রতিমা নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ সত্যনগর পাড়া থেকে পাড়ি দেবে নদীয়ার রানাঘাট পাইকপাড়া ব্রতী সংঘের মন্ডপে। পাপিয়া কর জানান, এই বছরে তাঁর নিজের হাতে তৈরী মা দূর্গার নাম দেওয়া হয়েছে কলমকারী দূর্গা। এহেন দূর্গাপ্রতিমার মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌছে দিতে চাইছেন যে, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, নদীয়ার হাঁসখালী বগুলার বাসিন্দা স্বপ্নদীপকে যেভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। গত কয়েকদিন আগে কলকাতার আরজি কর হাসপাতালে যেভাবে একজন চিকিৎসককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তাঁরই প্রতিবাদে কালি বিহীন কলম দিয়ে এক অভিনব প্রতিবাদের মধ্যে দিয়ে ওই দূর্গাপ্রতিমা বানিয়েছেন তিনি। মা দূর্গা তাঁর শুভ শক্তির মধ্যে দিয়ে অশুভ শক্তি তথা শিক্ষিত অসুরদের বিনাশ করুন। এমন প্রার্থনা করার পাশাপাশি তিনি বলেন, নয় মাস যাবত অক্লান্ত পরিশ্রম করে তাঁর বানানো দূর্গা প্রতিমা মন্ডপে পূজিত হবে। এবং প্রতিমা বাবদ যে অর্থ তিনি ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে পাবেন। সেই অর্থ দিয়ে দুশোর বেশি দু:স্থ ও অসহায় মানুষের হাতে পুজোর জন্য নতুন জামা তুলে দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেন তিনি।
পেন ও পেনসিল সহযোগে দূর্গা প্রতিমার হদিস
0%

















