পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, অনন্ত চক্রবর্তীঃ ১৫ জানুয়ারি: ভারতের শীর্ষস্থানীয় ওমনি-চ্যানেল গহনা ব্র্যান্ড ক্যারাটল্যান (টাটা গোষ্ঠীর একটি সংস্থা) উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে প্রথম স্টোর চালু করল। মধ্যমগ্রামের SOLUS-এ অবস্থিত এই নতুন শোরুমের মাধ্যমে পূর্ব ভারতে ক্যারাটল্যানের স্টোর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪-এ। শুভ সূচনা ও ভবিষ্যৎ সমৃদ্ধির প্রতীক হিসেবে ঐতিহ্যবাহী কয়লা ভাঙার অনুষ্ঠানের মাধ্যমে স্টোরটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের বহু বিশ্বস্ত গ্রাহক। সারা দেশে ৩৫০টিরও বেশি স্টোর নিয়ে ক্যারাটল্যান সুন্দর ও আধুনিক গহনাকে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে নিরন্তর কাজ করে চলেছে। বারাসাতের নতুন স্টোরটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে গ্রাহকরা আরামদায়ক পরিবেশে গহনাকে কাছ থেকে দেখা, স্পর্শ করা ও পরার অভিজ্ঞতা পান। ক্যারাটল্যানের ম্যানেজিং ডিরেক্টর সৌমেন ভৌমিক জানান, গহনা কেবল অলংকার নয়, এটি ব্যক্তিগত আবেগের প্রতিফলন। এই স্টোরে বাটারফ্লাই, আরণ্য, ওমব্রে ও পিপল কালেকশন ছাড়াও আধুনিক ২২ ক্যারেট ডিজাইন, শিশুদের গহনা এবং জনপ্রিয় আইপি সহযোগিতার বিশেষ সংগ্রহ পাওয়া যাবে। ৮,০০০-এরও বেশি নকশার সম্ভার নিয়ে ক্যারাটল্যান বারাসাতের গহনা বাজারে নতুন দিগন্তের সূচনা করল।

















