মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স লাভার্স এর পুষ্প প্রদর্শনী
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্র ও পার্থ ভট্টাচার্য্যঃ দশই জানুয়ারি মধ্যমগ্রামের কালী বাড়ির পেছনে শিশু ভারতীর মাঠে মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স লাভার্স এসোসিয়েশন আয়োজনে তিনদিনের পুষ্প প্রদর্শনী আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধরনের পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এখানে। রয়েছে ডালিয়া,গোলাপ সহ বিভিন্ন ধরনের বাহারী ফুলের সমারোহ । অনুষ্ঠানে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ । এছাড়াও উপস্থিত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ কর্তৃপক্ষ সহ বিশিষ্ট বিজ্ঞানী/ অভিনেতা সহ মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা । বছর কুড়ি পরে আবার মধ্যমগ্রামে এই পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে। একসময়ে এই প্রদর্শনী শুরু হয়েছিলো মধ্যমগ্রামের রেল ময়দানে পরে বিভিন্ন কারণে সেই প্রদর্শনী বন্ধ হয়ে গেলে মধ্যমগ্রাম ফ্লাওয়ারর্স লাভার্স এসোসিয়েশনের বিভিন্ন অবসর প্রাপ্ত প্রবীণ সদস্য ও সদস্যারা এই প্রদর্শনী আবার নতুন উদ্যমে শুরু করেন। তিনদিনের এই পুষ্প মেলায় থাকছে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা ও সেমিনার। এছাড়াও প্রকাশিত হবে সংগঠনের নিজস্ব পত্রিকা উদ্যান। এই পুষ্প প্রদর্শনীতে ফুল দিয়ে সাহায্য করেছেন মধ্যমগ্রামের সুপরিচিত বিশিষ্ট উদ্যান বিশেষজ্ঞ তুষার কান্তি মল্লিক, শুধু ফুল নয় আছে বিভিন্ন ধরনের বাহারী সবজিরও প্রদর্শনী। অনুষ্ঠান দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি,পরে এই প্রদর্শনী ঘুরে দেখেন রথীন ঘোষ ও মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান। তারা এই উদ্যোগের ভুয়সী প্রশংসাও করেছেন।
মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স লাভার্স এর পুষ্প প্রদর্শনী
0%

















