পুলিশের হাতে ধৃত ভুয়ো পুলিশ আধিকারিক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ চাকরি দেবার নামে আর্থিক প্রতারণা করার অভিযোগ ওঠে এক পুলিশ আধিকারিকের উপর। সেই পুলিশ আধিকারিক আসলে সাধারণ মানুষের কাছে ভুয়ো পরিচয় দেওয়া এক প্রতারক। প্রতারিতরা টাকার দাবিতে চড়াও হলে, তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার পাইকপাড়া এলাকার বাসিন্দা সাবির শেখ, পেশায় একজন আদা-রসুনের পাইকারি বিক্রেতা। ব্যবসার সুবাদে স্বরূপনগর এলাকায় যাতায়াত করত সে। মাস ছয়েক আগে চারঘাট এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে সে। পাশাপাশি নিজেকে একজন পুলিশ অফিসার পরিচয় দিয়ে, চার চাকা গাড়ি নিয়ে এলাকায় দিব্যি ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। বেশ কয়েকজন বেকার যুবকের সঙ্গে পরিচয়ও হয় তাঁর। এরপর চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সেইসব বেকার যুবকদের পরিবার থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় সে। কিন্তু বিষয়টি হল, টাকা দেবার পর বেশ কিছুদিন কেটে গেলেও, চাকরি পায়নি কেউ। এরপরই প্রতারিত হয়েছে বুঝতে পেরে, শনিবার রাতে ক্ষুব্ধ যুবকেরা তাঁদের টাকা ফেরতের দাবিতে, ওই চারঘাট এলাকার সাবিরের ভাড়া বাড়িতে গিয়ে চড়াও হয়। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর সম্প্রচারিত হতেই স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বরূপনগর থানায় সাবির শেখ এর বিরুদ্ধে, প্রতারিত যুবকদের পক্ষ থেকে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে চালিয়ে পুলিশ জানতে পারে যে, সাবির ভুয়ো পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে, ওই যুবকদের থেকে লক্ষাধিক টাকা নিয়ে তাঁদের সাথে প্রতারণা করেছে। এরপর ওই রাতেই অভিযুক্ত সাবিরকে তাঁর ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মিথ্যে পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা করার অপরাধে, ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, স্বরূপনগর থানার পক্ষ থেকে রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে, ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃত কেন ওইরূপ প্রতারণামূলক কর্ম করেছে, কতদিন যাবত সে ওইরূপ কাজ করছে, পূর্বে এহেন কর্মকান্ড আর করেছে কি-না, তাঁর ওই কর্মের সাথে আর কেউ জড়িত কিনা- এমনই নানান প্রশ্নের যথাযথ উত্তর পেতে, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে বলে জানায় পুলিশ।
দুষ্কৃতি হামলায় জখম বিজেপি কর্মী
নিউজ এক ঝালকে
পুলিশের হাতে ধৃত ভুয়ো পুলিশ আধিকারিক
78%


















