পুলিশের ছদ্মবেশে প্রতারণা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে এক বৃদ্ধার কাছ থেকে সোনার চেন ও একজোড়া সোনার বালা নিয়ে চম্পট দেয় ২ প্রতারক। বিষয়টি চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। ইতিমধ্যেই গোটা ঘটনার কথা জানিয়ে বারাসাত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই বৃদ্ধা। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানার মুখার্জি পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দুজন ব্যাক্তি পুলিশের ছদ্মবেশে পথচলতি এক বৃদ্ধার সাথে প্রতারণা করে। প্রতারকেরা বৃদ্ধার সামনে গিয়ে তাঁর কাছ থেকে সোনার চেন ও হাতের দুটি সোনার বালা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ বৃদ্ধার। অভিযোগকারিনী বৃদ্ধা সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি এদিন মুদির দোকান থেকে জিনিস নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে আচমকা দু’জন ব্যক্তি তাঁর সামনে আসে। এক ব্যক্তির খোঁজ নেওয়ার জন্য তাঁকে দাঁড় করায়। কথাবার্তা শেষে বৃদ্ধা এগিয়ে যান বাড়ির দিকে। পুনরায় ওই দু’জন ব্যক্তি বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর পুলিশের পোশাক পরিহিত একজন নিজেকে থানার বড়বাবু পরিচয় দেয় ও অপরজন একটি আই কার্ড দেখিয়ে বলে,
“এখন পুজোর মরশুম চলছে। এমন সময় সোনার গহনা পড়ে বাইরে বেরিয়েছেন কেন? গয়না গুলো খুলে রাখুন।” বৃদ্ধা বাড়ি পৌঁছে খুলে রাখবেন জানালে, ওই ২ প্রতারক কার্যত জোর করেই বৃদ্ধার গলা থেকে সোনার চেন এবং হাত থেকে এক জোড়া সোনার বালা খুলে নিয়ে একটি কাগজে মুড়ে বৃদ্ধার ব্যাগে দিয়ে চম্পট দেয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায়, বৃদ্ধা বাড়ি পৌঁছে ওই প্যাকেটটি খুলতেই তাঁর চক্ষু একেবারে চড়কগাছ। ওই প্যাকেটটির মধ্যে ছিল নকল বালা এবং ৩ টি ইঁটের টুকরো। এরপরই তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর বৃদ্ধা বারাসাত খানায় পৌঁছে ঘটনার বিস্তারিত জানানোর পাশাপাশি, একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ। এ প্রসঙ্গে এলাকাবাসীরা জানায়, একজন পুলিশের পোশাক পড়ে ও আর একজন আই কার্ড দেখিয়ে বলে সোনার জিনিস খুলে রাখতে। এক প্রকার জোর করেই বৃদ্ধার হাত ও গলা থেকে গহনা খুলে প্যাকেটে মুড়ে তাঁর ব্যাগে নকল একটি প্যাকেট দিয়ে চম্পট দেয়। এই ঘটনায় তাঁরা আতঙ্কিত।
পুলিশের ছদ্মবেশে প্রতারণা
0%

















