পুলিশি তৎপরতায় হারানো ব্যাগ ফেরত
দাবদাহ লাইভ, ঝাড়গ্রাম, অক্ষয় গুছাইতঃ গোপীবল্লভপুর থানার তৎপরতায় গুরুত্বপূর্ণ নথি সমেত হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেলেন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা গ্রামের বাসিন্দা অন্তর্যামী বান। সোনা ও রুপোর গয়না সহ গুরুত্বপূর্ণ নথি থাকা একটি ব্যাগ উদ্ধার করে ব্যাগ মালিক অন্তর্যামী বান এর হাতে তুলে দিল গোপীবল্লভপুর থানার পুলিশ। হারিয়ে যাওয়া ব্যাগ হাতে পেয়ে খুশি ব্যাগের প্রকৃত মালিক। জানা গেছে, গত শুক্রবার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা গ্রামের বাসিন্দা অন্তর্যামী বান গোপীবল্লভপুর বাজারে এসেছিলেন। কিন্তু বাড়ি ফিরে দেখেন তার কাছে থাকা একটি ব্যাগ নেই। ব্যাগটি রাস্তায় হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি ব্যাগটি ফিরে পাওয়ার জন্যে সোস্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন করেন। পাশাপাশি ব্যাগের মধ্যে ব্যাঙ্কের পাশবুক,আধার কার্ড এর মতো প্রয়োজনীয় নথি থাকায়, তিনিএকটি জিডি করেন। ঘটনার দু’দিন পর রবিবার গোপীবল্লভপুর থানার দুলাল কালিন্দী ও গুরুদাস কর নামে পুলিশের দুজন সদস্য কুঠিঘাট ফরেস্ট চেকপোস্ট এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করেন।ব্যাগের নথি চেক করেন তারা। ব্যাগের মালিক চোরচিতা গ্রামের অন্তর্যামী বান এর সঙ্গে যোগাযোগ করে তাঁর হাতে ব্যাগটি তুলে দেন।l l পুলিশের প্লেন ক্লথ পার্টির এই সৎ ও সাহসী তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ।








