পুলিশি অভিযানে উদ্ধার নিষিদ্ধ শব্দ বাজি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে বিপুল পরিমান শব্দ বাজি উদ্ধারের পাশাপাশি পুলিশের হাতে গ্রেফতার হয় বাজি ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় গোপালনগর থানা এলাকায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোপালনগর থানার অন্তর্গত ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকায় তারক ঘোষ নামে এক ব্যাবসায়ী, যিনি খাতার ব্যবসায়ী হিসেবেই এলাকায় পরিচিত। গোপালপুরের দীঘির পারে যার রয়েছে একটা খাতার দোকান, পাশাপাশি সুন্দরপুর এলাকায় রয়েছে একটা গোডাউন। প্রায়শই গোডাউনের সামনে লোডেড গাড়ি আসে, পরবর্তীতে আনলোড হয়ে চলে যায় গাড়ি। দীর্ঘ কয়েক বছর যাবত এমনটাই দেখে আসছে স্থানীয় বাসিন্দারা। তারক বাবুর একটি খাতার দোকান থাকায় স্বাভাবিক ভাবে গোডাউনে কাগজই রাখা হয় বলে অনুমান ছিল, তাই মনে কখনো সন্দেহ দানা বাঁধেনি বলে জানায় স্থানীয়রা। কিন্তু আচমকা গোডাউনটিতে পুলিশি হানা দেখে হকচকিয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা পুলিশ হানা দিয়ে ওই গোডাউন থেকে বিপুল পরিমান নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করার পাশাপাশি প্রসিদ্ধ ব্যাবসায়ীকে আটক করে নিয়ে যায় পুলিশ এমনটাই জানায় স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এদিন গোডাউনে হানা দিয়ে মজুত রাখা প্রায় ২ হাজার কেজি নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে এদিন। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা। একইসাথে নিষিদ্ধ শব্দ বাজি মজুত রাখার অপরাধে ব্যাবসায়ী তারক ঘোষকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় গোপালনগর থানার পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি এদিন সন্ধ্যায় বিপুল পরিমান নিষিদ্ধ শব্দ বাজি সহ ঠাকুরনগর এলাকা থেকে ২ জনকে আটক করে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় এদিন বনগঁ মহকুমার ঠাকুরনগর এলাকার বিভিন্ন বাজারে শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে। পাশাপাশি কালি পূজোর সময় সেগুলো বিক্রি করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ওই বিপুল পরিমান শব্দ বাজি মজুত রাখার অপরাধে ২ জন ব্যাবসায়ীকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। উদ্ধারকৃত শব্দ বাজি গুলো পরবর্তীতে নির্দিষ্ট নিয়ম মেনে নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ সূত্রে খবর।








