পুজোয় সিপিডি আরের প্রাথমিক চিকিৎসা ক্যাম্প
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়ঃ কালীপূজা উপলক্ষে ফার্স্টটেড ক্যাম্প, ডাকবাংলো মোড় বারাসাত ৩৪ নম্বর জাতীয় সড়ক, জয়া সিনেমা হলের বিপরীতে, রবিবার থেকে – বুধবার পর্যন্ত। সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত । পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের জন্য চা-বিস্কুট জল এর ব্যবস্থা ছিল এবং এই অনুষ্ঠানে মাধ্যমে ১৪ তারিখ মঙ্গলবার, শিশু দিবসে বাচ্চাদের হাতে চকলেট দেওয়া হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডি আর পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দয়াময় বিশ্বাস। উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডি আর পশ্চিমবঙ্গ বারাসাত শাখার উপদেষ্টা অনুপ কুমার বাইন, সভাপতি মনোজ কুমার জয়সওয়াল, সাধারণ সম্পাদক সৌমিত ঘোষ, কার্যকরী সভাপতি সুবীর রায় চৌধুরী, সহ সভাপতি গনেশ রায়, লক্ষীকান্ত দেবনাথ।

















