পুকুর থেকে ফল ব্যবসায়ীর দেহ উদ্ধার, চাঞ্চল্য
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ সাত সকালে পুকুর থেকে এক ফল ব্যবসায়ীর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমার বাগুইআটি থানার অন্তর্গত পূর্বতন রাজারহাট গোপালপুর পুরসভার রঘুনাথপুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত- হাবরার বাসিন্দা বিশ্বজিৎ সাহা, পেশায় একজন ফল বিক্রেতা। রঘুনাথপুরে তাঁর ফলের দোকান ছিল। এদিন সাত সকালে গোপালপুর পুরসভার সামনে থাকা একটি পুকুরে তাঁর দেহটি ভাসতে দেখা যায়। স্বভাবতই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যাক্তি তেঘড়িয়া বাজার অঞ্চলে ফল বিক্রি করতেন। কিছুদিন যাবত পায়ের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন। সম্ভবত সেই কারণে কয়েকদিন যাবত তিনি দোকান খুলছিলেন না। বুধবার রাত থেকে কোনও খোঁজ মিলছিল না তাঁর। একেবারেই বেপাত্তা ছিলেন তিনি। আজ ডাক্তার দেখানোর কথা থাকলেও সকালে ওই নির্দিষ্ট পুকুর থেকে তাঁর দেহ উদ্ধারের বিষয়টি জানা যায়। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে ওই ফল ব্যবসায়ীর, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ওই ব্যাক্তির মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।
পুকুর থেকে ফল ব্যবসায়ীর দেহ উদ্ধার, চাঞ্চল্য
0%

















