পি আই বি-র নারী দিবস পালন কোলকাতায়
দাবদাহ লাইভ, কোলকাতা, হিরণ ঘোষালঃ সম্প্রতি রাজ্যের পি আই বি-র পরিচালনায় কোলকাতা প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস পালনের দিনে জয়ী নারীদের নিয়ে আলোচিত হয়। প্রায় ১৪০ বছর আগে প্রথম খ্যাতনামা নারী হিসাবে কাদম্বরি বসুর নাম উল্লেখিত হয়। যিনি নিজেকে চিকিৎসক হিসাবে খ্যাতি অর্জন করেন। নারী দিবস পালনে খ্যাত নামা নারীদের আলোচনায় উঠে আসে আরও বহু নাম।
পি আই বি-র নারী দিবস পালন কোলকাতায়
91%








