নিউ বারাকপুরে পিঠে পার্বন উৎসবের উদ্বোধনে সাংসদ
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, নিজস্ব সংবাদদাতাঃ নববারাকপুর সম্প্রতি সন্ধ্যায় উত্তর ২৪ পরগণা জেলার নিউ বারাকপুর পূর্বাচল সংঘ প্রাঙ্গণে একদিনের পিঠে পার্বন উৎসবের উদ্বোধন করেন সাংসদ সৌগত রায়। পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ওয়ার্ডের মা মহিলারা বোনেরা নিজ নিজ হাতে ভিন্ন স্বাদের পিঠে পুলি পাটিসাপটা তৈরি করে স্টলে প্রদর্শন ও বিক্রি করেন। সাংসদ বলেন বাঙালির বারো মাসে তেরো পার্বন। এটা চেটে খাবার অনুষ্ঠান। বাঙালির রসনা এবং রচনা অনেক শক্তিশালী। মহিলাদের রসনার স্বাদের পরীক্ষা হচ্ছে। সবাই আসুন বিভিন্ন স্টলে স্বাদ গ্রহণ করুন। ট্রাডিশনালি আগামী প্রজন্মের কাছে মায়েদের স্বাদ গ্রহণ পৌছে দেওয়া হচ্ছে। পিঠে পার্বন উৎসবের পূর্ণাঙ্গ সফলতা কামনা করি। স্বাগত ভাষণে পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা বলেন পৌষ মাসে মকর সংক্রান্তির আগে পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের মায়েরা মাসিমারা বোনেরা বিভিন্ন রকমের পিঠে তৈরি করে প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। নদীয়ার মাঝদিয়ার নলেন গুড়ও রয়েছে উৎসবে। সফল প্রতিযোগীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। সাংসদ পিঠে পার্বন উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজ বেঙ্গল হোটেলের শেফ, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুর প্রতিনিধি পূজা গুপ্তা, নিখিল মালো, সমাজসেবী মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি। চলে বাউল সংগীতানুষ্ঠান।

















