দাবদাহ লাইভ, সজল দাশগুপ্তঃ পানীয় জলের সমস্যা কালিম্পং এ জেরবার সাধারন মানুষ। কালিম্পং এ পানীয় জলের সমস্যায় ভুগছেন সাধারন মানুষ। গত ছয়মাস থেকেই কালিম্পং এ জল নিয়ে চলছে সমস্যা। পুরসভা থেকে আগে দুবেলা জল আসত এখন তা একবেলাতেও ঠিকমতো আসছে না। সকাল 8টা এবং দুপুর দুটোর সময় জল আসত। এখন দুপুরে জল প্রায় আসেই না। সকালে জল আসলেও তার স্থায়ীত্য খুবই কম সময়ের জন্য।
জলের গতি এতটাই কম যে তিন জন লোকের জল ভরতেই আধ ঘন্টা চলে যায়। স্থানীয় মানুষের অভিযোগ বার বার পুরসভাতে বলা হলেও তারা কর্নপাতই করেন না। বাইরে থেকে যেসব পর্যটক কালিম্পং এ বেড়াতে আসেন তারাও বোতলের জল কিনে খান। কালিম্পং এর জলের সমস্যা নিয়ে বিধায়ক শান্তা ছেত্রী জানান, ‘আমি শুনেছি সব ঘটনা আমি এই ব্যাপারে কালিম্পং এর পুরসভার চেয়ারম্যান এর সাথে কথা বলবো’।পাহাড়ী এলাকা কালিম্পং এ জলের সমস্যা চলছে বছরের পর বছর ধরেই।তবে বর্তমানে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের। কালিম্পং-এর বহু সাধারন মানুষ আছেন যাদের পানীয় জল কিনে খেতে হয়,অথচ তাদের সঙ্গতি নেই। তারাও সমস্যায় পড়ে গেছেন।জলের সমস্যা যে আরো ভয়াবহ আকার ধারন করবে সেটা নিয়েই শঙ্কায় সাধারন মানুষ।







