

পানিহাটি দন্ড মহোৎসবে মৃত ৩
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ পানিহাটি দন্ড মহোৎসবে এসে সরকারী হিসাবে তিন জন প্রাণ হারালেন। যারা প্রাণ হারালেন তাদের পরিচয় (১) সুভাষ পাল(৭০), (২) শুক্লা পাল(৬০)(৩) ছায়া দাস(৭৪)। এই দিনে প্রচন্ড গরমে দই চিঁড়ের উৎসবে ভীড় সামলানোর জন্য মেলার মাঝে যাতায়াত বন্ধ করে দিতে প্রশাসন বাধ্য হয় বলে জানানো হয়। বিকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে শোক বার্তা সহ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বাকি মানুষদের চিকিৎসা পরিষেবার যাতে কোনো ঘাটতি না থাকে তার জন্য তড়িঘড়ি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে গিয়ে স্বচক্ষে পরিদর্শন করেন ও ব্যবস্থাদি নেন
ভি আর পি কর্মী সম্মেলন সাথে চারা গাছ প্রদান
আজকের স্বরুপনগর পত্রিকার এডিটর রেজওয়ানুল হাবিব সম্পাদিত ভিডিও পরীক্ষা মূলকভাবে প্রকাশিত
















