পাচারের পূর্বে উদ্ধার বিপুল সোনার বিস্কুট
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে পাচারকার্য চালাতে গিয়ে বিএসএফ এর হাতে আটক হয় এক যুবক। উদ্ধার হয় বিপুল পরিমান সোনা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত হাকিমপুর চেকপোস্ট এলাকায় সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা যায়, গোপন সূত্র অনুযায়ী হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় কর্তব্যরত বিএসএফ এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ন এর জওয়ানরা ওত পেতে বসে ছিল। সূত্র অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই ওই চেকপোস্ট সংলগ্ন এলাকায় স্কুটি নিয়ে এক যুবক আসে। সেখানে ওই যুবকের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় বিএসএফের জওয়ানরা উদয় সরকার নামে ওই যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে তাঁর স্কুটি থেকে ২০ টি সোনার বিস্কুট উদ্ধার করে জওয়ানরা। সোনার বিস্কুটগুলি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল বলে জানায় বিএসএফ। পরবর্তীতে সোনার বিস্কুট, স্কুটি সহ পাচারকারীকে এদিন সকাল ১১ টা নাগাদ তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে।
পাচারের পূর্বে উদ্ধার বিপুল সোনার বিস্কুট
91%

















