পাইপ লাইনের গর্তে পড়ে মৃত্যু
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ কেন্দ্রীয় সরকারের জল মন্ত্রক অধীনস্ত ‘জল জীবন মিশন’ প্রকল্পের কাজ চলছে প্রায় সর্বত্র। পানীয় জলের সংকট দূর করতে রাস্তার ধারে চলছে মাটি খুঁড়ে পাইপ লাইন বসানোর কাজ। এমতাবস্থায় আচমকাই মাটি ধ্বসে পড়ে ঘটে এক মর্মান্তিক দূর্ঘটনা। ওই দূর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় এক ব্যাক্তির। ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা থানার অন্তর্গত চৌরাশি পঞ্চায়েতের বেঁড়াচাপা-হাবরা রোড সংলগ্ন মাটি কুমরা এলাকা থেকে এমনই চিত্র ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। স্থানীয় সূত্রে জানা যায়, ‘জল জীবন মিশন’ প্রকল্পের কাজ চলছে দেগঙ্গার বিভিন্ন এলাকায়। এই প্রকল্পের জন্য বিভিন্ন এলাকার পাশাপাশি মাটি কুমরা এলাকায় রাস্তার ধারে চলছে পাইপ লাইন বসানোর কাজ। ওই কাজের জন্য ঠিকাদার সংগঠনের শ্রমিকেরা রাস্তার ধার বরাবর প্রায় ১০ ফুট গভীরতায় মাটি খুঁড়ে পাইপ বসানোর কাজ করছে। দিনের আলোয় কাজ চললেও রাতে সেই কাজ ছিল বন্ধ। প্রতিদিনের ন্যায় এদিন রাত ৯ টা নাগাদ স্থানীয় সন্ধিপুকুর বাজার এলাকা থেকে বন্ধু হাবিল এর সাথে বাড়ি ফিরছিল দক্ষিণ মাটি কুমরা গ্রামের বাসিন্দা বছর ২৬ এর মুস্তাফা মন্ডল নামে এক যুবক। সে পেশায় দর্জি। কাজ সেরে মাটি কুমরা এলাকা দিয়ে বাড়ি ফিরছিল তারা। আচমকাই রাস্তায় নামে ধ্বস। যার জেরে মুস্তাফা পড়ে যায় গর্তের মধ্যে। বন্ধু হাবিলের চিৎকারে ছুটে আসে স্থানীয় বাসিন্দা সহ ঠিকা শ্রমিকেরা। এরপর তৎপরতার সাথে উদ্ধার কার্যে নামে শ্রমিকেরা। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি থানায় নিয়ে যায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য এদিন দুপুর একটা নাগাদ বারাসাত হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ। মুস্তাফার এরূপ মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া পরিলক্ষিত হয়।

















