পশ্চিম মেদিনীপুরে ৮ জায়গায় শুরু হল অবরোধ
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলার আটটি স্থানে অবরোধ শুরু হয়ে গেল। সর্বাগ্রে শুরু হয়েছে জেলার ক্ষীরপাইয়ের হালদার এলাকায়। সম্ভাব্য পরিস্থিতির কথা আশঙ্কা করে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বহু রুটের বেসরকারি বাসের পরিষেবা বন্ধ করে দিল। শীতের সকালে হয়রান যাত্রীরা। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘাটালের হালদারদিঘী মোড় এলাকায় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়ে যায় রাজ্য সড়কে। কর্মসূচির নাম “রোড চাকা জাম”। জেলার উন্নয়ন স্থানগুলোতে ধীরে ধীরে এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। পরিস্থিতি খারাপ হবে এমন আঁচ করেই মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দীঘা লালগড় ঝাড়গ্রাম চন্দ্রকোনা রোড ও বিভিন্ন দূরের রোডগুলির বেসরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। বিভিন্ন দূরবর্তী স্থানে যেতে বেরিয়ে এসে বাসস্ট্যান্ডে হয়রান হয়ে যান যাত্রীরা। শুধুমাত্র গুটি কয়েক সরকারি বাস রাস্তায় বের হয়েছে।








