পশু নয়, মানুষের কামড়ে আহত দশ
দাবদাহ লাইভ, সংবাদদাতা, ১৪অক্টোঃ শিয়াল-কুকুর-বেড়াল নয়, এবার মানুষের কামড়ে আহত দশ জন৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ ঘটনাটি গোবরডাঙ্গা থানার অন্তর্গত গণদীপায়ন এলাকার৷ স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা আশিস ব্যানার্জীর পুত্র সায়ণ ব্যানার্জী সম্প্রতি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়ানো শুরু করেছে৷ তার এই কামড়ানোর তালিকায় শিশুও রয়েছে৷ ইতিমধ্যে সায়ণের দাতের দংশনে আহত হয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন ১০ জন ব্যক্তি৷ হঠাৎই সামনে যাকে পাচ্ছে তাকেই জোরপূর্বক কামড় বসাচ্ছে সে৷ শরীরে দু’পাটি দাঁত বসিয়ে এভাবেই স্থানীয় মানুষজনের রক্ত ঝরাচ্ছে সায়ণ৷ চিকিৎসকেরা আহতদের প্রাথমিক চিকিৎসা করবার পর, দংশনকারী যুবকের দ্রুত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানান৷ পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা এই বেপরোয়া যুবক সায়ণের চিকিৎসার ব্যাপারে তৎপর হয়ে ওঠেন৷ ঘটনা সূত্রে আরো জানা যায়, এই সায়ণ এলাকায় মস্তানি, শ্লীলতাহানি ও অন্যের সংসার ভাঙার মতো রকমারি অসামাজিক ঘটনায় অভিযুক্ত হয়ে বেশ কিছুদিন পলাতক ছিলেন৷ তার বাড়িতেও নিয়মিত অসামাজিক মানুষজন সহযোগে মদের আসর বসাবার অভিযোগ রয়েছে৷ সায়ণের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও পুলিশসূত্রে জানা যায়৷ ফের নতুনরূপে আতঙ্ক সৃষ্টিকারী সায়ণের হাত থেকে মুক্তি পেতে এককাট্টা গ্রামবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন৷ পূর্বে হয়তো সায়ণকে কুকুরে কামড়ে থাকতে পারে অথবা অতিরিক্ত ড্রাগ গ্রহণ বা নেশা আসক্তির জন্যই তার মস্তিষ্কের বিকৃতি ঘটে থাকতে পারে বলে চিকিৎসকমহলের ধারণা৷








