উত্তরবঙ্গে সম্ভাবনাময় বিনিয়োগ নিয়ে আলোচনা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উত্তরবঙ্গে সম্ভাবনা এবং মজবুত উন্নয়নের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হল হোটেল সিনক্লেয়ার্স-এ। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রতিস্থাপক ডাক্তার ওমপ্রকাশ মিশ্র এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন মেয়র জানান শুধুমাত্র শিলিগুড়িই নয় গোটা উত্তরবঙ্গের উন্নয়ন প্রয়োজন। তাইএকসাথে গোটা উত্তরবঙ্গের উন্নয়ন চাইতে হবে। পর্যটন শিল্পে শুধুমাত্র উত্তরবঙ্গের ঘোরবার জায়গাগুলি বিশ্বের যে কোন ভ্রমনের জায়গার সাথে পাল্লা দিতে পারে। তাই আমাদের চেষ্টা থাকবে উত্তরবঙ্গকে আরো উপরে নিয়ে যাওয়া যায়। পর্যটনে উন্নয়ন ঘটাতে পারলে উত্তরবঙ্গের বহু বেকার যুবক এবং যুবতীর কর্মসংস্থান হবে। এদিন উদয়ন গুহ জানান উত্তরবঙ্গের একটা আলাদা ঐতিহ্য আছে আর তাই আমাদের উত্তরবঙ্গের উন্নয়নকে পাখির চোখ করতে হবে। আমাদের সবাইকে উত্তরবঙ্গের উন্নয়নকে মাথায় রাখতে হবে তবেই আগামী ভবিষ্যতে উত্তরবঙ্গ বিশ্বের দরবারে পর্যটন শিল্পে একটা আলাদা গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসাবে জায়গা করে নেবে। ওমপ্রকাশ মিশ্র বলেন মাত্র কয়েক দিনের মধ্যেই উত্তরবঙ্গের প্রতি তার একটা আলাদা ভালভাসা তৈরী হয়ে গেছে।তাই তিনিও চান উত্তরবঙ্গের উন্নয়ন হোক।








