পরিবার পরিজনের উপর অত্যাচার, ধৃত অভিযুক্ত
দাবদাহ লাইভ, হাবরা, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ স্ত্রী, মা ও বোনের উপর অমানুষিক অত্যাচার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা থানার অন্তর্গত বিদ্যাসাগর পল্লীর আনোয়ার বেড়িয়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার বেড়িয়া এলাকার বাসিন্দা ৩৬ বছরের কিশোর মন্ডলের সংসারে ছিল তার স্ত্রী, মা ও বোন। বেশ কিছুদিন যাবত কিশোর তার মা, বোন ও স্ত্রীকে খেতে দিচ্ছিল না, পরিবর্তে তাদের উপর চলছিল গালিগালাজ ও মারধরের মতো অমানুষিক অত্যাচার। অত্যাচার সহ্য করতে না পেরে কিশোরের বিরুদ্ধে হাবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে অভিযুক্তর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হয় হাবরা থানার পক্ষ থেকে।








