পরিবারের সদস্যদের শুনানিতে হাজিরার নোটিশে ক্ষুব্ধ সাংসদ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ রাজ্যজুড়ে চলা এসআইআর প্রক্রিয়াকরণ নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে তৃণমূল। এসআইআর প্রক্রিয়া কেন এত তাড়াহুড়া করে শেষ করা হচ্ছে? দু বছরের কাজ কেন দু মাসে শেষ করা হচ্ছে? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার এই প্রশ্ন তুলেছেন। আর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর থেকে ক্রমশই নানান স্থান থেকে ভিন্ন অসঙ্গতি সামনে আসছে। এসআইআর নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। খসড়া তালিকায় নাম নেই কাকলির মা ৯০ বছরের ইরা মিত্র, বোন পিয়ালি মিত্র, পেশায় চিকিৎসক তাঁর দুই ছেলে বিশ্বনাথ ও বৈদ্যনাথ ঘোষ দস্তিদার এর। নাগরিকত্ব প্রমাণের জন্য বিডিও অফিসে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে তাঁদের। বিষয়টি চাউর হতেই ব্যপক শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে। সাংসদ জানান, তাঁর স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন। তাঁদের দুই ছেলেই সরকারি কর্মী। তিনি ২০০৯ সাল থেকে লোকসভার সাংসদ পদে রয়েছেন। তাঁর দুই ছেলেই কলকাতার ভোটার। মা ও বোন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দিগবেরিয়ার ভোটার। মা ও বোনকে বারাসাত ২ নম্বর ব্লক ও দুই ছেলেকে কলকাতার বিডিও অফিসে শুনানিতে তলব করা হয়েছে। এহেন ঘটনায় সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলার পাশাপাশি, এসআইআর প্রক্রিয়া আদৌ সঠিকভাবে হচ্ছে কিনা, সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ক্ষোভ প্রকাশ করে সংসদ বলেন, “আমি চার বারের সাংসদ হওয়া সত্ত্বেও যদি আমার পরিবারকে হেনস্থার স্বীকার হতে হয়, তবে সাধারন মানুষের কি অবস্থা হবে? তাঁর দাবি, বিজেপির অঙ্গুলীহেলনেই এসআইআর এর খসড়া তালিকা তৈরি হয়েছে। আর সেই খসড়া তালিকা থেকে ইচ্ছাকৃত নাম বাদ দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে।” এ প্রসঙ্গে কাকলির মা-বোন যে বুথের ভোটার, সেই বুথেরই বিএলও কপিল আনন্দ হালদার জানান, খসড়া তালিকায় সাংসদের পরিবারের সবার নাম রয়েছে। কিন্তু অন্য কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য তাঁদের ডাকা হয়ে থাকতে পারে।” কাকলির অভিযোগের ভিত্তিতে বিজেপি জানায়, “কাগজে নিশ্চয়ই কোনও গন্ডগোল রয়েছে, তাই শুনানিতে যেতে বলা হয়েছে। এ নিয়ে রাজনীতি করার কি আছে? কথায় কথায় বিজেপিকে টানছেন কেন সাংসদ? এত লোককে শুনানির জন্য ডাকা হয়েছে। আর তিনি বলছেন হেনস্থা করা হচ্ছে। সাংসদ কি তবে মঙ্গল গ্রহ থেকে এসেছেন? হেনস্থা করা হলে তো সরাসরি তাঁকেই ডাকা হত।
পরিবারের সদস্যদের শুনানিতে হাজিরার নোটিশ, ক্ষুব্ধ সাংসদ
0%

















