পরিচ্ছন্ন রাখতে সতর্কতা জারি কৃষ্ণনগর পৌরসভার
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ব্যবহার না করে যত্রতত্র আবর্জনা ফেলে পরিবেশকে অপরিচ্ছন্ন ও দূষণ ছড়ানোর কাজ করে চলেছে এক শ্রেণীর মানুষ। এমন দৃশ্য প্রায় সর্বত্রই দেখা যায়। এবার পরিবেশকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে কড়া পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করে কৃষ্ণনগর পৌরসভা। নাগরিকদের সতর্ক করতে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে ঘূর্ণি, রাধানগর সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে ফ্লেক্স টাঙানো হয় পৌরসভার পক্ষ থেকে। পৌরসভা ও স্থানীয়দের কথায়, পৌরসভার পক্ষ থেকে আবর্জনা ফেলার জন্য শহরের বিভিন্ন এলাকায় রাখা হয়েছে ডাস্টবিন। কিন্তু দেখা যায়, ডাস্টবিনের বাইরে বা রাস্তায় আবর্জনা ফেলার প্রবণতা বেড়ে চলেছিল দীর্ঘদিন যাবত। এরপর গত এক মাস যাবত পৌরসভার পক্ষ থেকে পরিবেশকে দূষণমুক্ত রাখতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হলেও, কিছু নাগরিকদের মনোভাবের পরিবর্তন না হওয়ায় কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়। চলতি বছরে অক্টোবরের শেষে শারদ্বতী চৌধুরী কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরই পুর কর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক, বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি পৌর এলাকাগুলিতে পরিষেবার মান উন্নয়ন করার জন্য একাধিক উদ্যোগও নিয়েছেন। এবার পুরসভার তরফে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। ফ্লেক্সে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ১৯৯৩ এর পৌর আইনের ধারা অনুযায়ী উল্লেখ করা হয়েছে যে, রাস্তা বা পুর এলাকার জমিতে আবর্জনা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। কোনও স্থানে নোংরা বা দুর্গন্ধযুক্ত স্তুপ দেখা গেলে বাড়ির দখলদারির দোষ বলে গন্য করা হবে। নিয়ম ভঙ্গ করলে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা জরিমানা ধার্য করা হবে। কোনও স্থানে নোংরা জমা হলে বাড়ির মালিককে তা পরিস্কার করার জন্য পুর আইনের অধীনস্ত নোটিশ জারি করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ফ্লেক্সগুলি স্থানীয় নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ প্রসঙ্গে পৌরপ্রধান জানান, ” পৌরসভার পাশাপাশি শহরকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌর নাগরিকদেরকেও নিতে হবে। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে, কোনওভাবেই ড্রেন বন্ধ করা যাবে না। পৌরসভার পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। এরপরেও যদি কেউ নিয়ম না মানে, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় ওয়াকিবহাল মহলের দাবি, কৃষ্ণনগর পৌরসভার এহেন উদ্যোগ মানুষকে সচেতন করার পাশাপাশি, ঐতিহ্যবাহী শহরটিকে আরও পরিচ্ছন্ন রূপ দিতে সহায়ক হবে।
পরিচ্ছন্ন রাখতে সতর্কতা জারি কষ্ণনগর পৌরসভার
0%

















