পরপর দুটি দোকানে চুরি যাওয়াতে ব্যবসায়ীরা আতঙ্কিত
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ পরপর দুটি দোকানে চুরি, চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফাঁসিদেওয়া বাজারে। এদিন শনিবার সকালে দোকান খুলতে এসে দোকানদাররা দেখতে পান তাদের দোকানের তালা ভাঙ্গা। এরপর তারা দোকানে ঢুকে দেখতে পান, দোকানের সব কিছু চুরি করে পালিয়েছে চোরের দল। ওই দুটি পান দোকানের নগদ টাকা এছাড়া কোল্ড্রিংস, গুটকা ,সিগারেট, এবং দোকানে রাখা আরো কিছু জিনিস চুরি করে পালিয়েছে চোরের দল। প্রশ্ন উঠছে ঢিলছোঁড়া দূরত্বই রয়েছে ফাঁসিদেওয়া পুলিশ স্টেশন। আর কিছুটা দূরে বাজারে ডিউটি করেন সিভিক পুলিশরা। তারপরেও কি ভাবে বাজারে চুরির ঘটনা ঘটলো? কিছুতেই বুঝতে পারছে না দোকানদাররা। চুরির ঘটনায় রীতিমতো বাজার এলাকায় চাঞ্চল্য, আতঙ্কিত স্থানীয় দোকানদাররা। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ফাঁসিদেওয়া থানার পুলিশের কাছে। ঘটনার খবর পাওয়ার পড়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। তবিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ দেখবার পর চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

















