Banner Top

পরকীয়া প্রেমের জেরে স্বামীকে খুনের চেষ্টা

                 দাবদাহ লাইভ, সজল দাশগুপ্তঃ  পরকীয়ার জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। সম্প্রতি, এমনই এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মন্তেশ্বরের লোহার গ্রামে। এরপরেই স্ত্রী ও তার প্রেমিকের হাতে আক্রান্ত স্বামী মণিরুল মন্ডলকে বুধবার সকালে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে মুর্শিদাবাদের বাসিন্দা জখম প্রেমিক সাদ্দাম শেখকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে আসে মণিরুলের স্ত্রী ডলি বিবিও। এরপরেই এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। যদিও এরপরেই মন্তেশ্বর থানার পুলিশ অভিযুক্ত যুবক সাদ্দাম শেখ সহ তার পরিবারের লোকজনকে থানায় তুলে নিয়ে যায়। যদিও পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করে নেয় ডলি বিবি ও অবিবাহিত সাদ্দাম। ডলি বিবি জানায়,সাদ্দামের সঙ্গে তার ফোনে আলাপ। এরপর তাদের মধ্যে প্রেম ভালোভাসার সম্পর্ক তৈরী হলে সে ওইদিন রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে তার সঙ্গে দেখা করতে যায়। একই কথা স্বীকার করে নেয় সাদ্দামও। মণিরুল অভিযোগ তুলে জানায় তাকে দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে খাইয়ে দেওয়ায় সে প্রায় অচৈতন্য হয়ে পড়ে। এরপরেই তার উপর তার স্ত্রী ও তার প্রেমিক তার হাত ও পা বেঁধে দিয়ে তাকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করে। ঘরের ভিতর থেকে মণিরুলের আওয়াজ শুনে তার ভাই ঘরের দরজা ভেঙে ঢোকে। এরপরেই দাদাকে এই অবস্থায় দেখে ও খাটের তলা থেকে অভিযুক্ত সাদ্দামকে হাতেনাতে ধরে। যদিও খুনের চেষ্টার কথা অস্বীকার করেছে দুই অভিযুক্তই।

পরকীয়া প্রেমের জেরে স্বামীকে খুনের চেষ্টা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment