পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন কর্মশালা
দাবদাহ লাইভ, নিউ টাউন, হিরণ ঘোষালঃ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অন্তর্গত আনন্দধরার স্ব-নির্ভর গোষ্ঠীর ‘মহিলাদের জমির অধিকার’ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হলো নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার (বিবিসিসি)। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিজ বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, রাষ্ট্রমন্ত্রী শ্রীমতি শিউলী সাহা, ড: পি. উলগানাথান, এই. এ. এস., মাননীয় সচিব, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, বিভু গোয়েল, আই. এ. এস. ও CEO, WBSRLM, জয়েন্ট সেক্রেটারি সুদীপ সরকার সহ জেলা থেকে আগত প্রজেক্ট ডাইরেক্ট এবং ডেপুটি প্রজেক্ট ডাইরেক্ট ডিআরডিসি ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

















