নেশা করতে গিয়ে অকালমৃত্যু
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নিভৃতে নেশা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় অকালমৃত্যু হয় এক যুবকের। উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে হাবরা জিআরপি-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেন। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ শিয়ালদহ বনগাঁ শাখার ডাউন লাইনে উত্তর ২৪ পরগনা জেলার ‘বারাসাত কার শেড’ এর নিকটস্থ স্থানে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, কার শেড এর নিকটস্থ এলাকায় আগত বারাসাত থানার অন্তর্গত কাজীপাড়ার ৩৩৬ সুবর্ণ পত্তন এলাকার বাসিন্দা প্রদীপ দাসের ছোট পুত্র ২০ বছরের রূপঙ্কর দাস, শিয়ালদহ বনগাঁ শাখার ডাউন লাইনে আসা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। হাবরা জিআরপি-র পক্ষ থেকে দেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে মৃতের বড় দাদা শুভঙ্কর দাস দেহটি সনাক্তকরণ করে। কার শেড সংলগ্ন নির্জন ওই স্থানে প্রায়শই কয়েকজন বন্ধুর সাথে আসতো ওই যুবক। অন্যথা হয়নি এদিনও। এদিনও ওই স্থানে তাঁরা নেশার আসরে বসেছিল। আচমকা বারাসাতগামী ট্রেনের ধাক্কায় অকাল মৃত্যু হয় ওই যুবকের। এমনটাই দাবি করেন স্থানীয়রা। সোমবার হাবরা জিআরপি-র পক্ষ থেকে দেহটি ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর নিয়ম অনুযায়ী দেহটি তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় জিআরপিএফ আধিকারিক।
ভ্রমণে পাহাড়ি আঁকাবাঁকা পথে তিনধরিয়া
নিউজ এক ঝলকে
নেশা করতে গিয়ে অকালমৃত্যু
96%


















