নেপালে বিমান দুর্ঘটনায় ৩০টি মৃতদেহ উদ্ধার নিখোঁজ-৪২
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ রবিবার সকালে নেপালে বিমান দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বিমান। বিমানের মোট ৭২ জন ছিলেন, যার মধ্যে ৬৮ জন বিমানযাত্রী, চারজন বিমান কর্মী। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল যাত্রীবাহী বিমানটি। রানওয়ে অবতরণ করার সময় দুর্ঘটনা ঘটে। গোটা বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর এলাকায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকার্য বাহিনী। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্য বাহিনীর সদস্যদের সাথে উদ্ধারে নামে। এখনো পর্যন্ত ৩০ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি ৪২ জন এখনো নিখোঁজ রয়েছে। বিমানটি হাইতি এয়ারলাইন্সের বিমান ছিল বলে জানা গেছে। রানওয়েতে অবতরণ করার সময় পাহাড়ে ধাক্কা খায় বলে মনে করা হচ্ছে, কি কারনে দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগনালিং সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে। বিমানের মধ্যে কোন ভারতীয় ছিল কিনা সেই ব্যাপারে জানা যায়নি, পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।








