নেতাজীর জন্মজয়ন্তীতে বিনাব্যয়ে স্বাস্থ্য শিবির
দাবদাহ লাইভ, কৃষ্ণনগর, অনন্ত চক্রবর্তীঃ ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। আর তারই অঙ্গ হিসাবে ২৩ ও ২৪শে জানুয়ারি ব্যাঙ্গালোরের বিশ্বমানের ‘সাগর গ্রুপ অফ হসপিটাল’ -এর উদ্যোগে নদীয়া জেলার তিলোত্তমা কল্যাণী এবং কৃষ্ণনগর শহরে বিনাব্যয় মেডিক্যাল চেকআপ এবং অস্ত্রোপচার সহায়তা শিবিরের আয়োজন করা হয়। মানবিক এই শিবিরে প্রায় ৪২০ জন ব্যক্তি তাদের রকমারি সমস্যার কথা জানান এবং চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে হসপিটালের সেলস এন্ড মার্কেটিং প্রধান নাগেশ প্রভু জানান, ‘সময়, দূরত্ব এবং অর্থনৈতিক সমস্যার জন্য যে সকল রোগীরা ব্যাঙ্গালোর যেতে অসমর্থ, তাঁদের জন্য আমরা এগিয়ে এসেছি আমাদের দক্ষ ও বিশেষজ্ঞ ডক্টরস টিম নিয়ে। যেমন নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজিস্ট, অর্থোপেডিক এবং কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ রোগের সঠিক চিকিৎসা ও সমাধানে আমরা সর্বদাই প্রস্তুত। এই শিবিরের প্রধান ব্যবস্থাপনায় রয়েছেন ব্যাঙ্গালোরের সাগর গ্রুপ অফ হসপিটালস। মূলত তাদের তত্ত্বাবধানেই সমগ্র শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরের সহযোগিতায় থাকছে এই রাজ্যের জনকল্যাণমুখী দুই সংস্থা- ঊষা ডায়গনস্টিক ও পলি ক্লিনিক এবং শুভেন্দু মেমোরিয়াল সেবা প্রতিষ্ঠান। সমগ্র শিবিরের পরিচালনার দায়িত্ব ছিলেন সাগর গ্রুপ অফ হসপিটালের সহযোগী হেলথ কেয়ার সলিউশন। দু’দিনের এই স্বাস্থ্য শিবিরে আবাল- বৃদ্ধ- বনিতারা বিনাব্যয়ে নিজেদের শারীরিক পরীক্ষা করান। এছাড়াও হাসপাতালের অন্যতম ডাক্তার অনুরাগ লাভেকার এবং যোগেশ্বর এভি এই শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেককেই ধন্যবাদ জানান। তাঁরা বলেন, এই ক্যাম্পের মাধ্যমে অনেক সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। পাশাপাশি এই কাজের মাধ্যমে নেতাজীর আদর্শ ও বাণী সকলের কাছে পৌঁছে যাবে। ইশিকা মুলতানি, সাগর গ্রুপ অফ হসপিটালস, ব্যাঙ্গালোরের প্রেসিডেন্ট, সকলের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সহযোগিতাকে তুলে ধরেন। তিনি বলেন, এই সহযোগিতা মানবতার সেবা এবং কল্যাণীর মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। সাগর হাসপাতাল এবং হেলথ কেয়ার সলিউশনের সম্মিলিত প্রচেষ্টা কল্যাণীর স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রূপান্তরমূলক পরিবর্তন আনতে, একটি স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ মানবসম্পদকে গড়ে তুলতে প্রস্তুত। সাগর গ্রুপ অফ হসপিটালের সেলস এন্ড মার্কেটিং প্রধান মিস্টার নাগেশ প্রভু এই শিবির সাফল্যের জন্য হেলথ কেয়ার সলিউশনের কর্মকর্তা নিউটন বিশ্বাস ও অতনু ঘোষাল এবং ঊষা ডায়াগনস্টিক ও পলি ক্লিনিক-এর কর্ণধার ডাক্তার মৌসুমি কর সহ সেবা প্রতিষ্ঠানের কর্ণধার দিব্যেন্দু দত্ত এছাড়াও সর্বোপরি ক্যাম্পে উপস্থিত জনসাধারণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এহেন মহতী উদ্যোগে খুশি এলাকার আপামর জনসাধারণ।

















