নীল সবুজ লাইনে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ মেট্রোরেল যাত্রীদের সুবিধার্থে চলতি মাসের ৪, ১১, ১৮ ও ২৫ তারিখ অর্থাৎ চারটে রবিবার ব্লু ও গ্রীন লাইনে বিশেষ পরিষেবা দেবে বলে এক বিবৃতিতে জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে জানা যায়, ওই রবিবারগুলোতে ব্লু লাইনে ৮০টি আপ ও ৮০টি ডাউন মিলিয়ে মোট ১৬০টি মেট্রো চলবে। প্রতিদিনের ন্যায় উল্লেখিত দিনগুলোতে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে সকাল ন’টায়। আর দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত রাত ২১:৩৩ মিনিটে শেষ ট্রেন চলবে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ২১:৩০ এর পরিবর্তে ২১:৩৩ মিনিটে চলবে শেষ ট্রেন। শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত রাত ২১:৪৩ এর পরিবর্তে রাত ২১:৪৪ মিনিটে চলবে শেষ ট্রেন। কিন্তু গ্রীনলাইনে ৬২টি আপ ও ৬২ টি ডাউন মিলিয়ে মোট ১২৪টি মেট্রো চলবে। প্রতিদিনের ন্যায় ওই দিনগুলোতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ০৯:০২ টায়, শেষ পরিষেবা রাত ২১:৫৫ টায়। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম পরিষেবা সকাল ০৯:০০ টায়, শেষ পরিষেবা রাত ২১:৫৫ টায়। সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম পরিষেবা শুরু হবে সকাল ০৯:০০ টায়, শেষ পরিষেবা রাত ২২:০৫ টায়। উল্লেখিত রবিবার গুলিতে ব্লু লাইনে ১৫:২০ থেকে ১৯:২০ পর্যন্ত ১০ মিনিটের বিরতির পরিবর্তে ৮ মিনিটের বিরতিতে পরিষেবা মিলবে। আর গ্রীনলাইনে ১৬:০২ থেকে ২০:৩০ পর্যন্ত ১৫ মিনিটের বিরতির পরিবর্তে দশ মিনিটের বিরতিতে পরিষেবা মিলবে। ইয়েলো লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না বলে মেট্রোরেল সূত্রে খবর।
নীল সবুজ লাইনে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা
0%

















