নির্বাচনের শেষ মুহূর্তে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ১ লা জুন ছিল লোকসভা নির্বাচনের শেষ দিন। বিভিন্ন জায়গা থেকে অশান্তির চিত্র ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। এদিন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনের শেষ মুহূর্তে বুথে ঢুকে ভোট দেওয়ার চেষ্টা করে তৃণমূলের এক কাউন্সিলর। ওই ঘটনার প্রতিবাদ করায় এক বিজেপি নেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির কথায়, এদিন সকাল থেকে ভোট পর্ব প্রায় শান্তিপূর্ণ ভাবেই চলছিল। ভোট পর্বের প্রায় শেষ মুহূর্তে বুথের মধ্যে থাকা ফ্যান আচমকা খারাপ হয়ে গিয়েছে। এই অভিযোগ তুলে বুথের ভেতর ঢোকে কামারহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীরণ দাস। তৃণমূল কাউন্সিলর সমীরণ দাসের সাথে বেশ কয়েকজন তৃণমূল কর্মী ১১৮, ১১৯ নম্বর বুথে ঢুকে বুথ দখল করে ছাপ্পা ভোট দেবার চেষ্টা করে। তার প্রতিবাদে বিজেপি সরব হলে, বুথের সামনে তৃণমূল নেতৃত্বরা বিজেপি নেতা কর্মীদের মারধর করে বলে অভিযোগ। ওই ঘটনায় আহত হয় বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জি, অঙ্কন দত্ত, সোমনাথ মুখোপাধ্যায় সহ বিজেপির আরও দু’জন কর্মী। বিজেপির করা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল।
নিউজ এক ঝলকে
নির্বাচনের শেষ মুহূর্তে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ
94%

















