নির্বাচনের পূর্বে উদ্ধার ২০ টি তাজা বোমা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নির্বাচনের পূর্বে একটি বাঁশ বাগান থেকে উদ্ধার হয় ২০ টি তাজা বোমা। বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা গুলি উদ্ধার করে। কয়েক দিক বাদেই পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বেড়ে চলেছে গোলাগুলি, মার দাঙ্গা, বোমা উদ্ধার এর মতো ঘটনা। এসব ঘটনার জন্য এলাকাবাসীর মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার আমডাঙা থানার বোদাই গ্রাম পঞ্চায়েত এর উত্তরপাড়া এলাকায় থাকা একটি বাঁশ বাগান থেকে ২০ টি তাজা বোমা উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে এক ব্যাক্তি ওই বাঁশ বাগান সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিল। আচমকা বাঁশ বাগানের একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায় সে। বস্তাটি দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়দের বিষয়টি জানায়। স্থানীয়রা এসে বস্তাটি খুলতেই চক্ষু একেবারে চড়কগাছ। বস্তায় ছিল তাজা বোমা। ওই বিপুল পরিমাণ বোমা দেখে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। এরপর তারা আমডাঙা থানায় খবর দেয়। খবর পেয়ে আমডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা ওই স্থানে বোমা মজুত করেছিল, তাদের উদ্দেশ্যই বা কি ছিল, এ নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। স্থানীয়দের কথায় বাচ্চা ও বয়স্কদের নিয়ে ওই এলাকায় তারা বসবাস করে। ওই বাঁশ বাগান সংলগ্ন রাস্তা দিয়েই তারা যাতায়াত করে। ভোটের আগে যেভাবে বোমা মজুত করা হয়েছিল তাতে বিপদও ঘটতে পারতো। বোমা উদ্ধার এর ঘটনায় এলাকাবাসীর চোখেমুখে আতঙ্কের ছাপ পরিলক্ষিত হয়। এমতাবস্থায় এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। অশান্তি নয়, শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানায় উত্তরপাড়ার এলাকাবাসী। তারা যাতে নির্বিঘ্নে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে পারে প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।








