পুর নিয়োগ দূর্নীতির তদন্তে তৃণমূলের ৩ হেভিওয়েটের বাড়িতে ইডি হানা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি আধিকারিকেরা। ওই ঘটনার ৭ দিন পর পুনরায় হানা দেয় ইডি। পুর নিয়োগ দূর্নীতি কান্ডে শুক্রবার সাত সকালে রাজ্যের দমকল মন্ত্রী, বরানগরের বিধায়ক ও প্রাক্তন পুর প্রধানের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে সন্দেশখালিতে ঘটে যাওয়া ঘটনার পর যথেষ্ট সতর্কতার সঙ্গে অভিযানে নামে ইডি ও কেন্দ্রীয় বাহিনী। বাহিনীদের আগ্নেয়াস্ত্র ছাড়া মাথায় হেলমেট, হাতে ঢাল ও লাঠি পরিলক্ষিত হয়। যা নিয়ে তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সূত্র মারফত জানা যায়, এদিন সকাল ৭টা নাগাদ দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটো বাড়িতে, বরানগরের বিধায়ক তাপস রায়-এর বউ বাজারের বাড়িতে এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা উক্ত পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্ত্তীর বিরাটি খলিসাকোটার বাড়িতে সকাল সাড়ে ৬টা নাগাদ পৌঁছায় ইডি আধিকারিকেরা। সকলেরই বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। দমকলমন্ত্রী ও প্রাক্তন পৌরপ্রধান-এর বাড়িতে প্রবেশ করতে পারলেও বিধায়ক তাপস রায়ের বাড়িতে প্রবেশ করতে বেগ পেতে হয় ইডি-র। প্রথম দিকে বিধায়কের বাড়ির দু-দিকের দরজা বন্ধ থাকে। বেশ কিছু সময় পর গেট খুলে দিলে ভিতরে প্রবেশ করতে পারে ইডি আধিকারিকেরা। এদিকে তৃণমূলের ৩ হেভিওয়েট এর বাড়িতে এদিন অভিযান চালিয়েছে ইডি- খবর পেয়ে তড়িঘড়ি ৩ জনের বাড়ির সামনে পুলিশ পৌঁছালেও নিরব দর্শকের ভুমিকায় দেখা যায় তাঁদের। বাড়িতে প্রবেশ করে তিন জনেরই বাড়ির সদস্যদের মোবাইল ফোন প্রথমে বাজেয়াপ্ত করে ইডি আধিকারিকেরা। এরপর পৌরসভাগুলোতে কেবলমাত্র দলীয় কর্মী, পরিবার পরিজনেরা কিভাবে চাকরি পেয়েছে তা নিয়ে শুরু হয় জেরা। এদিন দমকলমন্ত্রীর বাড়িতে ১৪ ঘন্টা, বিধায়কের বাড়িতে ১১ ঘন্টা এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের বাড়িতে ১০ ঘন্টা যাবত চলে জেরার পর্ব। তদন্তের স্বার্থে ইডি ওই ৩ জন হেভিওয়েট এর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। পুনরায় ইডির তল্লাশি অভিযানে অস্বস্তি বেড়েছে তৃণমূলের। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানায়, রাজনীতিতে পারছে না বিজেপি। তাই এজেন্সি লেলিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, বিজেপির অঙ্গুলী হেলনে চলছে ইডি-র তল্লাশি। কুনালের কথার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে বলেন, ‘শীতের জিনিস সঙ্গে নিয়ে ব্যাগ গোছাতে শুরু করুন।’ পাশাপাশি তিনি এও বলেন, ‘সুজিত বোস, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, একথা আমি ছাড়াও অন্যান্যরা একাধিকবার বলেছেন। তথ্য পেয়েছে বলেই এই পূণ্য দিনে ভোর হতেই তল্লাশি অভিযানে বেরিয়েছে ইডি।’ আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানায়, স্লোগান শুনতাম কেবল খেলা হবে, খেলা হবে। কিন্তু কবে হবে- জানতাম না। তবে বাংলার রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে দুর্নীতি। যারা দুর্নীতির সাথে যুক্ত, তারা কেউ ছাড়া পাবে না। দুর্নীতি মুক্ত বাংলা গড়ার লক্ষ্যেই এখন খেলা শুরু হয়েছে, আর তা চলবে।

















