নিয়োগের দাবিতে রাজপথে প্রাইমারি চাকুরি প্রার্থীরা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪পরগনাঃ চাকুরির দাবি জানিয়ে কাশ ফুল হাতে নিয়ে ঢাক, কাঁসর, শঙ্খ, ধুনুচি, ঘন্টা বাজিয়ে এমনকি খালি গায়ে প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে নামতে দেখা যায় চাকুরি প্রার্থীদের। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আপার প্রাইমারি চাকুরী প্রার্থীদের মিছিল করতে দেখা যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, সবকিছুকে উপেক্ষা করে আজও মাতঙ্গিনী মূর্তির পাদদেশে নিয়োগের আশায় দিন গুনছে তারা। একের পর এক উৎস আসে আবার চলেও যায়। কিন্তু চাকুরীতে নিয়োগের বিষয়টা অসম্পূর্ণ থেকে যায় সর্বদা। ভাগ্যের এমনই এক পরিহাস যে চোখের জলে দিন পার হয়ে যায় তাদের। অযোগ্যরা যেখানে সাদা খাতা জমা দিয়ে চাকরি করছে, সেখানে যোগ্যরা আজও একরাশ স্বপ্ন নিয়ে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে দিন গুনছে। কিন্তু তাদের আর্তনাদের শব্দ সরকারের হৃদয়কে স্পর্শ করেনি আজও। তিলোত্তমার বুকে কখনো নবান্ন, কখনো কালীঘাট অভিযান করে চলেছে তাঁরা। চাকুরির দাবিতে প্রতিবাদ জানাতে গেলেই তাদের ভাগ্যে জুটছে কেবল ঘাড় ধাক্কা, পুলিশের কিল, চড়, ঘুসি। তথাপিও হাল ছাড়তে নারাজ তারা। এখন প্রশ্ন একটাই- এত কিছুর পর, চাকুরী প্রার্থীদের স্বপ্নটা আদৌ কি কোনদিনও পূরণ হবে, নাকি স্বপ্নটা কেবল স্বপ্ন হয়েই রয়ে যাবে?

















