নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে আহত ৩
দাবদাহ লাইভ, মিনাখাঁ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে টোটো উল্টে আহত হয় ৩ জন। রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের কলকাতা বাসন্তী হাইওয়ের মালঞ্চ আবাদ এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ২ জন যাত্রীকে নিয়ে একটি টোটো দ্রুতগতিতে মঠবাড়ির দিক থেকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চের দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি মালঞ্চ আবাদ এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে থাকা নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনায় টোটো চালক সহ দুই যাত্রী আহত হয়। স্থানীয়রা তৎপরতার সাথে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেশ কিছু সময় চিকিৎসা চলার পর হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
নিউজ এক ঝলকে
- All
- ইনফোটেনমেন্ট
- জেলা
- জেলার খবর
- রাজ্য নিউজ
- সমাজ-সংস্কৃতি

















