নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী
দাবদাহ লাইভ, নিউ ব্যারাকপুর, সুমাল্য মৈত্রঃ গতকাল নিউ ব্যারাকপুরের বিবেকানন্দ ক্রিড়াঙ্গনে শুরু হয়ে গেল পাঁচদিনের পুষ্প প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় বিবেকানন্দ ক্রিড়াঙ্গনে ঊনত্রিশ তম নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুরের বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ সাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য/ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের খাদ্য মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ, নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা,সাংসদ সৌগত রায়/ উপ পৌর প্রধান স্বপ্না বিশ্বাস/ প্রাক্তন পৌর প্রধান নির্মিকা বাগচি/ স্বপ্না মজুমদার/ প্রাক্তন পৌর প্রধান মিহির দে। অনুষ্ঠানে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ সৌগত রায়, ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ পুরসভার বিভিন্ন কাউন্সিলররা। এদিনের পুষ্প মেলায় নতুন লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বিধায়িকা চন্দ্রিমা ভট্টাচার্য। পুষ্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান প্রবীর সাহা তার বক্তব্যে জানালেন পৌরসভার হাসপাতালে ICCU/HDUচালু হয়েছে ,এর পাশাপাশি নিউ ব্যারাকপুর কলনি বয়েজ হাইস্কুল যেখানে খুব তাড়াতাড়ি একটা ইংরেজি মাধ্যমের স্কুল চালু করা হবে ।তার জমি কোয়াপরেটিভ হোম থেকে স্কুলকে দেওয়া হয়েছে। পরে এদিন সমবেত কন্ঠে মঞ্চস্থ হয় উন্নয়নের পাঁচালী।
নিউজ এক ঝলকে
নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী
0%

















