নিউ বারাকপুর গার্লস হাইস্কুলের ৭৫ বৎসর উদযাপন
উদ্ধোধনে মন্ত্রী চন্দ্রিমা ও সাংসদ সৌগত
দাবদাহ লাইভ, নববারাকপুর, অলোক আচার্য: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবসে ১২ জানুয়ারি রবিবার বিকেলে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে নিউ বারাকপুর কলোনী গার্লস হাইস্কুলের গৌরবময় ৭৫ বৎসর উদযাপনের মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দশম শ্রেণির ছাত্রী লিপি দাশগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, উৎসব উদযাপন কমিটির চেয়ারপার্সন তথা পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস, পরিচালন সমিতির সভাপতি হৃষিকেশ রায়,সমাজসেবী মৃদুলা সাহা, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপ- সচিব ড. পার্থ কর্মকার, ব্যারাকপুর জেলা বিদ্যালয় সহকারী পরিদর্শক রথীন রায়, লেনিনগড় শিক্ষা নিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, সমাজসেবী দীপক বিশ্বাস সহ পুরসভার একঝাঁক পুর প্রতিনিধি। মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে মন্ত্রী সাংসদ চেয়ারম্যান স্বামী বিবেকানন্দ এবং নববারাকপুরের স্রষ্টা কর্মবীর রূপকার হরিপদ বিশ্বাসের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান । মন্ত্রী বলেন ৩ রা জানুয়ারি বিদ্যালয় ৭৫ বছরে পদার্পণ করেছে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা। ১৮৬৩ সালে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ৩৯ বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। নারী শিক্ষা প্রসারে স্বামীজি যে পথ দেখিয়েছেন মহিলারা সেই পথ অনুসরন করে এগিয়ে যাবেন। আজ ও তার দেখানো পথ দুরদর্শিতার পরিচয় দেয়। মেয়েদের উদ্দেশ্য মন্ত্রী বলেন তোমরা খুব ভালো করে স্বামীজির জীবন দর্শন পড়বে এবং সেই মতো চলার চেষ্টা করবে। পড়াশোনা অবশ্যই থাকবে কিন্তু মানুষের পাশে থাকাটাও একটা কাজ। শুধু অ্যাকাডেমির ক্যারিয়ার নয় স্বামীজি যেটা বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। স্বামীজি পথে চলবে। এটাই আমাদের কামনা ও প্রার্থনা। বাংলার মানুষের পাশে থাকবে। সারা বিশ্বের মধ্যে তোমরা দেশের ও বাংলার ভবিষ্যত। বাংলার ও দেশের মুখ উজ্জ্বল করবে।শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে। জগতে এক একজন নক্ষত্র হয়ে বিরাজ করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস জানান ৩ জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রায় ৭৫ বছরের সূচনা হয় বিদ্যালয়ের। আজ ১২ জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ উদ্বোধন হল। বিদ্যালয়ের ছাত্রীরা সহ শিক্ষিকা পরিচালন সমিতির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে তারা অনুষ্ঠান কে সার্থক করেছে। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিঞ্জান প্রদর্শনী, সেমিনার, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা,প্রাক্তনী দের অনুষ্ঠান, সচেতনতা শিবির। বিদ্যালয়ের ছাত্রীরা সংগীত, নৃত্য এবং নাট্যানুষ্ঠান পরিবেশন করেন এদিন। বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র এবং চন্দ্রিমা চক্রবর্তীর সংগীতানুষ্ঠান। লোপামুদ্রা তার ভিন্ন স্বাদের মনমাতানো অ্যালবামে বাংলা সংগীতে শ্রোতাদের মন জয় করেন। ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নিউ বারাকপুর গার্লস হাইস্কুলের ৭৫ বৎসর উদযাপন উদ্ধোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ সৌগত রায়
98%

















