নিউটাউন মহানগর আরও গতিশীল ও আকর্ষণীয়
দাবদাহ লাইভ, কলকাতা, সুমিত মজুমদার:নিউটাউনে বিশ্ববাংলা তোরণ ইতিমধ্যে ভারত এবং বিশ্বব্যাপী আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবার বিশ্ববাংলা তোরণের নিচে তৈরি হ’ল কলকাতায় প্রথম গাড়ির “আন্ডার পাস” বা ভূগর্ভ পথ। কলকাতার ই.এম বাইপাস পথটি এখন দক্ষিণ দিক থেকে এয়ারপোর্টমুখী হয়ে এই ভূগর্ভ পথে যুক্ত হচ্ছে; ফলে বিশেষ সুবিধার লাভ করবে বাইপাস। ৩২০ মিটার দীর্ঘ, ৭ মিটার চওড়া ভূগর্ভ পথটি তৈরি করতে খরচ হয়েছে ৬৪ কোটি টাকা।৯ ফেব্রুয়ারি ২০২৩, কলকাতার মেয়র এবং নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এই ভূগর্ভ পথের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউটাউন মহানগরের রূপকার হিডকোর ম্যানেজিং ডিরেক্টর শ্রী দেবাশীষ সেন। তাঁরা জানান, নিউটাউন মহানগর যেমন গতিশীল হ’ল পাশাপাশি বিশ্ববাংলা কেটে আকর্ষণ আরও দীর্ঘায়িত হ’ল।আগামী দিনে নিউটাউন মহানগর বাংলা ছাড়াও ভারতের অন্যতম ব্যবসায়িক পীঠস্থান স্থান হতে চলেছে, এই বিষয়ে বলার কোন সন্দেহ রাখে না। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই এ ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখছেন।








