নিউটাউনে তথ্যপ্রযুক্তি পার্ক উদ্বোধন
দাবদাহ লাইভ, নিউ টাউন, সুমিত মজুমদারঃ সল্টলেক সেক্টর ফাইভ সংলগ্ন রাজারহাট নিউটাউনে আইপিসি ইনফোটেকের নতুন তথ্যপ্রযুক্তি পার্কের উদ্বোধন করলেন হিডকো ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ সেন এবং সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নওয়াজ আরিফ। ৩০,০০০ স্কোয়ার ফুট বিশিষ্ট এই পার্কে প্রায় ২০০ জন কর্মচারী কাজ করতে পারবেন বলে কর্তৃপক্ষের আশা। এর ফলে একদিকে যেমন নতুন কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হল পাশাপাশি নিউ টাউন সংলগ্ন এলাকার মানুষেরাও কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করবেন। টোবাকো জয়েন্ট আইটিসি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের সাফল্য ইতিমধ্যে প্রমাণ করেছেন। বাংলার প্রতিভাবান ছেলে মেয়েদেরকে তুলে আনাই মূল উদ্দেশ্য বলে জানালেন সংস্থার এক্সিকিউটিভ ভিপি নওয়াজ আরিফ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যক্ষ প্রযুক্তি ক্ষেত্রে বিশেষভাবে নজর দিয়েছেন, এছাড়াও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি করে ভবিষ্যতে আরো বেশি সংস্থা বাংলায় বিনিয়োগ করবেন এ ব্যাপারে সদা সচেষ্ট মুখ্যমন্ত্রী।








