Banner Top

নারী সুরক্ষায় অপারেশন লালমির্চ কর্মসূচিতে যুব মোর্চা

                                                দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ  রাজ্যজুড়ে ঘটে চলেছে একের পর এক ধর্ষণ, গণধর্ষণ কান্ড। বর্তমানে দূর্গাপুর গণধর্ষণ কান্ড নিয়ে পুনরায় সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। সেই ইস্যুকে হাতিয়ার করে মঙ্গলবার নারী সুরক্ষার জন্য বিধান নগর এলাকায় পথে নেমে ‘অপারেশন লালমির্চ’ নামে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করে বিজেপি যুব মোর্চার সদস্যরা। এদিন পথচলতি মহিলাদের মধ্যে পেপার স্প্রে ও লঙ্কা গুঁড়োর প্যাকেট বিতরণ করা হয় তাঁদের পক্ষ থেকে। জেলা বিজেপি সম্পাদক মলি পালের নেতৃত্বে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভও দেখায় বিজেপি যুব মোর্চার সদস্যরা। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে বারবার নানা অভিযোগ তুলেছে বিরোধী শিবিরগুলো। এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্বেও, মহিলারা নিরাপদ নয় কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। কিন্তু বিরতি নয়, বরং বৃদ্ধি পেয়েছে এমন সব ন্যাক্কারজনক কান্ডগুলো। এবার দুর্গাপুরের ঘটনার পর সে সব অভিযোগ আরও উসকে তুলেছে বিরোধীরা। পথে-ঘাটে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এদিন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা পথে নামে তাঁদের এক কর্মসূচি বাস্তবায়ন করতে। এদিন বিধান নগরে পথচলতি মহিলাদের হাতে বিজেপি যুব মোর্চার সদস্যরা তুলে দেন পেপার স্প্রে ও লঙ্কার গুঁড়োর প্যাকেট। এ নিয়ে জেলা বিজেপি সম্পাদক মলি পাল তাঁর বক্তব্যে জানান, “মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের উপরই প্রতিনিয়ত ঘটে চলেছে অমানবিক নির্যাতন, ধর্ষণের মতো কান্ডকারখানা। বহু মেয়ে আজ কর্মে নিযুক্ত। বাড়ি ফিরতে রাত হয়ে যায়। এমন ঘটনা চলতে থাকলে রাতে মেয়েরা কাজ করতে বেরোবো কি করে? তাঁদের নিরাপত্তার স্বার্থে, রাস্তায় বেরোনো মহিলাদের হাতে আমরা এই স্প্রে তুলে দিচ্ছি। যাতে যে কোন হামলা থেকে তাঁরা নিজেদের সুরক্ষিত রাখতে পারে।” বিজেপির এহেন কর্মসূচির প্রশংসা করেছেন পথ চলতি মানুষজন।
নারী সুরক্ষায় অপারেশন লালমির্চ কর্মসূচিতে যুব মোর্চা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment